ভালো কাজে উপস্থিত হতে পারলে নিজেকে আরো ভালো লাগে – ইমদাদুল হক সেলিম

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১

ভালো কাজে উপস্থিত হতে পারলে নিজেকে আরো ভালো লাগে – ইমদাদুল হক সেলিম

মোবারক হোসেনঃ ভালো কোন কাজে উপস্থিত হতে পারলে নিজেকে আরো ভালো লাগে, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এরকম একটি মহৎ উদ্যোগ বাস্তবায়নে অংশীদার হতে পেরে নিজেকে আনন্দিত মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব মোঃ ইমদাদুল হক সেলিম। তিনি আরো বলেন, সুদূর প্রবাসে থেকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়া কোন সহজসাধ্য কথা নয়, নিশ্চয়ই এটা বড় মানবিকতার কাজ।

শুক্রবার (১০ ডিসেম্বর) ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে অসহায় ও হতদরিদ্রদের শীতবস্ত্র ও অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমদাদুল হক সেলিম বলেন, অসহায়দের পাশে এই সংগঠন দাড়িয়েছে এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে এলাকার বিশেষ বিশেষ পরিবার রয়েছে যাদের মধ্যে কেউ কর্মক্ষম পুরুষ নেই অথবা সকলেই বিকলাঙ্গ তাদের প্রতি সুদৃষ্টি এবং যদি সম্ভব হয় একদম যার দিন চলে না এমন কাউকে একটি রিকশা কিনে দেওয়া ও ঝড়ে পরা মেধাবীদের শিক্ষার দ্বার আর্থিক সহায়তার মাধ্যমে খুলে দেওয়া ইত্যাদি কার্যক্রম ভেবে দেখার জন্য সংগঠনের প্রতি পরামর্শ প্রদান করেন।

ইউনিয়নের বাবুলের বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ শহিদুজ্জামান আকন্দ লালুর সভাপতিত্বে ও স্থানীয় সমাজ সেবক সোহাগের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ তোফাজ্জল হোসেন, সংগঠনটির সভাপতির পিতা আলহাজ্ব আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদকের পিতা মোঃ মহর আলী, দেশীয় স্বেচ্ছাসেবক জহিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা আঃ কলিম উদ্দিন, আকরাম হেসেন, শ্রমিক লীগ নেতা রুবেল আকন্দ, স্থানীয় আলেম মাওলানা দেলাওয়ার হোসাইনী সহ স্থানীয় গণ্যমান্যরা।

উক্ত অনুষ্ঠান ভার্চুয়ালী সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনটির সদস্য সচিব মিনহাজ ও খোকন আকন্দ এবং পরামর্শ প্রদান করেন সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৌলত উর রহমান তরফদার, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, পাঁচ প্রতিষ্ঠাতার পক্ষে রফিক মন্ডল, প্রধান উপদেষ্টা বাকী সিকদার, সহ প্রচার সম্পাদক আঃ আলীম, সদস্য শাজাহান সাজু, সাইদুল ইসলাম, আলহাজ্ব মিয়া জয়নাল মন্ডল , মকবুল হোসেন, আনিসুর রহমান, আসাদ মোল্লা, রুবেল মিয়া, তুহিন মিয়া, আজহারুল ইসলাম, সফিকুল ইসলাম, কাইয়ুম মিয়া, হাসমত আলী, ইমরান হাসান, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, আবুল কালাম, ইমাম আলী, আঃ মালেক, নাজমুল ইসলাম, সোহাগ কাজি, খলিলুর রহমান, নসিম উদ্দিন ও সোহেল সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা সংগঠনটির পক্ষে উপস্থিত দরিদ্র বৃদ্ধ-বৃদ্ধা ও মাদ্রাসা ছাত্রদের হাতে শীতবস্ত্র ও অর্থ তুলে দেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest