লালপুরে সেলফি তুলতে গিয়ে দুই শিক্ষার্থী আহত ll

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১

লালপুরে সেলফি তুলতে গিয়ে  দুই শিক্ষার্থী আহত ll

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে পিকনিকের বাসের ছাদে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে গাছের ডালের আঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছে।রবিবার ১২ ডিসেম্বর দুপুরে লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর নামকস্থানে এ ঘটনা ঘটে। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। আহত দুজন কুষ্টিয়া মিরপুরের হালসা গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাগর (১৭) ও ইরাদ আলীর ছেলে ইব্রাহিম (১৭)। তারা হালসা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। হালসা মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থী নিয়ে দুইটি বাসে লালপুরের গ্রীনভ্যালী পার্কে পিকনিকের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও সহপাঠীরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল তাদের পাঠিয়ে দেয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করেছে । তিনি আরো বলেন, অন্য শিক্ষার্থীরা নিরাপদে অনুষ্ঠানে যোগ দিয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest