ভোটারদের দারে দারে মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদ l

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১

ভোটারদের দারে দারে মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদ l

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ ৫ম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে নির্বাচনী প্রচারণা। সে সুবাদে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চলছে ভোট যুদ্ধ। ভোট যুদ্ধে বিজয়ী হতে প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছে ভোটারদের কাছে। ৫নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ হারুয়াবাড়ী গ্রামের ৩০থেকে ৪০জন সমর্থক সাথে নিয়ে আজ ১৫ ডিসেম্বর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে দোয়া, ভোট ও সহযোগিতা চান। সকল ঐক্য বদ্ধভাবে ভোট দিতে রাজি হন সাধারণ ভোটার গণ। কালাম এর সমর্থক মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ বলেন- কালাম ভাইকে আমরা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সমর্থন ও সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি, সত্যের পথে লড়াই করে যাচ্ছি, বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ। আঃ রশীদ বলেন- ডাংধরা ইউনিয়ন পরিষদে মেম্বার হতে হলে সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তি হতে হবে, সব গুণাবলী আবুল কালাম আজাদের রয়েছে। সে বিগত ৫-৭ বছর যাবৎ মানুষের নাগরিক সুবিধা গুলো জনগণের মাঝে এনে দিয়েছেন। তাই কালামের অন্য প্রার্থীর সাথে তুলনা নাই। আশা করি বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন, আমাদের পবিত্র ভোট যোগ্য ব্যক্তিকেই দেবো, অযোগ্য কাউকে ভোট দেবোনা। মেম্বার প্রার্থীর আবুল কালাম আজাদ এর সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন- আমি সাধারণ ভোটারদের দারে দারে গিয়ে ভোট চাচ্ছি, আমার বিশ্বাস এলাকাবাসী সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাল্লাহ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest