ঢাকা ২৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১
মোবারক হোসেনঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলি ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদান করেছে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সংগঠন “আল আকসা সেবা সংঘ”।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ইউনিয়নের লাঙ্গল শিমুল গ্রামে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে তারা।
স্থানীয় মসজিদের সভাপতি ক্বারী আক্কাছ আলীর সভাপতিত্বে ও সংগঠনটির সভাপতি জামাল উদ্দিনের সঞ্চালনায় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ কেয়ার হাসপাতালের পরিচালক শাহ মোয়াজ্জেম হোসেন তাপস। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান পিনু, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা হুমায়ূন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম উজ্জ্বল, প্রকৌশলী সোহাগ ও সংগঠনটির প্রচার সম্পাদক ইফতেখার আহমেদ ফাহিদ সহ অন্যান্য সদস্য বৃন্দরা।
আল আকসা সেবা সংঘের সভাপতি জামাল উদ্দিন বলেন, আমরা স্থানীয় অসহায়দের কষ্টের কথা মাথায় রেখে এ কার্যক্রম সুচনা করেছি, এতে উপকার ভোগীরা খুব খুশি ও আনন্দের সাথে শীতবস্ত্র গ্রহণ করেছে। এটাই আমাদের বড় অর্জন।
ইউপি সদস্য মনিরুজ্জামান পিনু বলেন, স্থানীয় যুবকরা এ ধরনের মহৎ উদ্যোগ হাতে নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, দ্বীনের উন্নয়ন ও সামাজিক উন্নয়নের স্বার্থে একে অপরের সহযোগী হওয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে আল আকসা সেবা সংঘ। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবা ও সামাজিক সচেতন মূলক কর্মকান্ড করে বেশ পরিচিতি লাভ করেছে সংগঠনটি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST