ফুলবাড়ীয়ায় মহান বিজয় দিবস পালন l

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১

ফুলবাড়ীয়ায় মহান বিজয় দিবস পালন l

মোবারক হোসেনঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সারা দেশের ন্যায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন হয়।

এ উপলক্ষে সরকারী বেসরকারী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এসময় মুক্তিযুদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউএনও আশরাফুল ছিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, আনসার ভিডিপি অফিসার রত্না ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ প্রমূখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest