রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র অঙ্গনে জ্ঞানার্জনের পাশাপাশি মুক্তচিন্তা ও উদারনৈতিকতায় শিক্ষার্থীদের নিজেদের আলোকিত করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. লিয়াকত আলী বলেন, র‌্যাগিং বন্ধে ক্যাম্পাসে প্রশাসন ইতোমধ্যে সব ধরনের সচেতনতামূলক প্রস্তুতি গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পাসে মাইকিং করা হয়েছে। যদি র‌্যাগিংয়ের মতো কোনো ঘটনা ঘটে এবং সে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বহিস্কার করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে এবার প্রায় ৪ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আসন ফাঁকা থাকায় ভর্তি কার্যক্রম আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest