রাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ চার সুবিধা চালুর সিদ্ধান্ত l

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

রাবি প্রতিনিধি :
প্রশাসনিক ও আবাসিক ভবনসহ অন্যান্য ভবনের মূল প্রবেশপথে সিড়ির একপাশে র‌্যাম্প প্রস্তুতসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ চার সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

অন্যান্য সুবিধাগুলো হলো, রাবির প্রতিটি বাসে ৫টি সিট প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা; আবাসিক হলসমূহের নিচতলায় ১ম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করা; দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় ঘন্টায় নূন্যতম ১০ মিনিট বৃদ্ধি করা ও শ্রুতিলেখক নিয়োগ সহজ করা।

উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ১১ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫০৯তম সভায় এসকল সিদ্ধান্ত গৃহীত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest