ফুলবাড়ীয়ায় লটারির মাধ্যমে স্কুলে ভর্তি

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১

ফুলবাড়ীয়ায় লটারির মাধ্যমে স্কুলে ভর্তি

মোবারক হোসেনঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারী ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২২ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তিতে লটারি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক এর সভাপতিত্বে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় সুত্রে জানাযায়, এবছর বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ৫শত ৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তন্মধ্যে বালক শাখায় ১শত ২০জন, বালিকা শাখায় ৬০ জন শিক্ষার্থীকে ভর্তি নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মুক্তিযোদ্ধা কোটায় ৯ প্রতিবন্ধি ২, শিক্ষক ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় (জিপিএস) ১০ শতাংশ হারে ও সাধারণ কোটায় লটারি দেওয়া হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বিধান চন্দ্র দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন,সাবেক কমান্ডার আবু বকর ছিদ্দিক,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু উবায়দা বাবুল, শিক্ষক/ শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। লটারি পরিচালনা কমিটির সভাপতির নেতৃত্বে নীতিমালা অনুযায়ী লটারি কার্যক্রম পরিচালনা করায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest