ফুলবাড়ীয়ায় অসহায়দের শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১

ফুলবাড়ীয়ায় অসহায়দের শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন

মোবারক হোসেনঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে অসহায়দের শীতবস্ত্র ও মসজিদের উন্নয়নে নগদ অর্থ প্রদান করেছে উপজেলার প্রথম প্রবাসীদের সংগঠন “প্রবাসী পরিবার মানবিক সংগঠন”।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের বৈদ্যবাড়ী পশ্চিম পাড়ায় প্রবাস থেকে সংগঠনটির উপদেষ্টা রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৌলত উর রহমান তরফদার, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, পাঁচ প্রতিষ্ঠাতার পক্ষে সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টা বাকী সিকদার ত্রান সম্পাদক নাজিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক মাইনুল ইসলাম, শরিফুল, রাসেল, নাজমুল, মশিউর, তারিফ, রবিন, আলম, মানিক মিয়া, রাশেদুল, জুয়েল মিয়ার পরামর্শক্রমে এবং দেশীও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে এ সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনটির উপদেষ্টার পিতা ও সাবেক ইউপি সদস্য আক্কাছ আলী মাষ্টারের সভাপতিত্বে ও সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ ন ম খলিলুর রহমান মনছর মাষ্টার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ। বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতির পিতা আলহাজ্ব আশরাফ আলী, উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আবুল হোসেন মাষ্টার, সমাজ সেবক শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন ফরাজি, সাবেক সেনা সদস্য তোফাজ্জল হোসেন, দেশীও স্বেচ্ছাসেবক জহিরুল ইসলাম, মিনহাজ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দরিদ্রদের মাঝে কম্বল ও মসজিদ কমিটির কাছে অর্থ তুলে দেন সংগঠনটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা, পরে উপস্থিতিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest