ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
বরগুনা প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে সিঁধ কেটে দোকানিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাঁধ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ফার্মেসী ও মুদি দোকানি মো. সাইফুল ইসলাম শাহজাহান (৩৫) প্রায় দুই বছর যাবৎ তার নিজ দোকানে ঘুমাতেন। ঘটনার দিন রাতে তার বড় ভাইয়ের বাড়ি থেকে ফিরে রাতে দোকানে ঘুমায়। সকালে স্থানীয় মামুন ঔষধ নিতে গিয়ে দোকানের দরজা খোলা দেখে তার আত্মীয়-স্বজনকে ফোন দেয়। এ সময় শাহজাহানকে খুজে না পেয়ে দোকানের পিছনে সিঁধ কাটার বিষয়টি ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান। তিনি বলেন, তালতলী থানায় শনিবার দুপুরে একটি সাধারণ ডায়রি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। আশা করি কয়েক দিনের মধ্যে আসল রহস্য উদঘাটন করতে পারবো।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST