ভুয়াপুরে ধর্ষণ মামলায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

ভুয়াপুরে ধর্ষণ মামলায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরো চীফঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ধর্ষণ মামলায় ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ছাব্বিশা গ্রামের কামরুজ্জামান মন্ডলের ছেলে। শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।শুক্রবার রাতে এক কলেজ ছাত্রী বাদী হয়ে ভুঞাপুর থানায় ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন। এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, হৃদয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের বিবাহিত এক ছাত্রীকে ভয়ভীতির মাধ্যমে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে শুক্রবার মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতার কৃত হৃদয় মন্ডলের বিরুদ্ধে ২০১৭ সালেও অপহরণ ও নারী শিশু নির্যাতন আইনে দুটি মামলা দায়ের হয়েছিল। দুটি মামলায় তিনি জামিনে ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest