মারা গেলেন রাবির অধ্যাপক ফারুক হোসাইন

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

রাবি প্রতিনিধি:
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন মারা গেছেন। সোমবার(২৭ ডিসেম্বর) ভোরে মুম্বাইয়ে টাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রবিউল করিম তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

অধ্যাপক ড. মো. ফারুক হোসাইনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, প্রফেসর ড. মো: ফারুক হোসাইন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০১৭ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest