ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেয়া ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলা এবং বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন এই ছাত্র সংগঠনের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে মধুপুর সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সরকারী কলেজ ছাত্র লীগের সভাপতি সুমন আহমেদ বাবু ও সাধারন সম্মাদক আমিনুল ইসলাম আকতার, সহ সাধারন সম্পাদক শেখ ফরিদ বাবু এর নেতৃত্বে এ উপলক্ষে মধুপুর সরকারী কলেজ হতে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষে মধুপুর সরকারী কলেজে গিয়ে র্যালিটি শেষ হয়। এসময় উপস্হিত ছিলেন কলেজ ছাত্র লীগের সভাপতি সুমন আহমেদ বাবু, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আকতার, সহ সাধারন সম্পাদক শেখ ফরিদ বাবু সহ কলেজ শাখার সকল ছাত্রলীগের নেতৃবৃন্দ। কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসুচীর সমাপ্তির পূর্বে সুমন আহমেদ বাবুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আকতার হোসেন,সহ সাধারন সম্পাদক শেখ ফরিদ বাবু সহ অন্যান্য নেতৃ বৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST