রাবিতে ‘ শহীদ এ. এইচ. এম কামারুজ্জামান’ হলের নির্মান কাজ উদ্বোধন

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

রাবিতে ‘ শহীদ এ. এইচ. এম কামারুজ্জামান’ হলের নির্মান কাজ উদ্বোধন

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের জন্য দশতলা বিশিষ্ট ‘শহীদ এ. এইচ. এম কামারুজ্জামান’ আবাসিক হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ. এম খায়রুজ্জামান ( লিটন) আনুষ্ঠানিকভাবে এ হলের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম, প্রক্টর লিয়াকত আলীসহ প্রমুখ।

এর আগে ২০১৮ সালে ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উল্লেখ্য, ৫১১ কোটি প্রকল্প ব্যয়ে ২৪ হাজার বর্গমিটার জায়গার উপর নির্মিত হবে হলটি। হলটির নির্মাণ ব্যয় ৭০ কোটি টাকা। এতে প্রায় এক হাজার আবাসিক শিক্ষার্থী থাকতে পারবেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest