ভোলায় কিশোর-কিশোরীরা পেলো নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষন

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

ভোলায় কিশোর-কিশোরীরা পেলো নিরাপদ ইন্টারনেট ব্যবহার  বিষয়ক প্রশিক্ষন

আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি ॥ ‘সবাই মিলে ইন্টারনেটে থাকি নিরাপদ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার সকালে কোস্ট ট্রাস্ট এর হল রুমে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ (আইইসিএম) প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান। প্রশিক্ষন কোর্স পরিচালক করেন ভোলা সদর উপজেলা টেনিং এন্ড মনিটরিং অফিসার মো: জিয়া উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন,সমাজকর্মী মরিয়ম। এসময় প্রশিক্ষনে কিশোর কিশোরী ক্লাবের ৩০জন পিয়ার লিডারদের মাঝে এই প্রশিক্ষন প্রদান করা হয় । প্রশিক্ষনে কিশোর কিশোরীদের ইন্টারনেট ব্যবহারে যেসকল সুযোগ সুবিধা রয়েছে পাশাপশি যে সমস্যা রয়েছে তা তুলে ধরা হয় । ইন্টারনেট ব্যবহারে সময় কোন সমস্যা হলে এসব সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যাবে সে বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। যাতে করে শিশুরা ইন্টার নেট ব্যবহার সঠিক ভাবে করেতে পারে এবং অন্যদেরকেও ইন্টারনেট ব্যবহার সুফল কুফল সম্পর্কে সচেতন করতে পারে । প্রশিক্ষনে প্রশিক্ষকরা আরো বলেন, ইন্টারনেট কারনে আজ বিশ্ব আমাদের হাতের মুঠোয় যার ফলে প্রতিনিয়ত আমরা বিশ্বের যেকোন দেশের যেকোন যায়গার খবরাখবর থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বানিজ্য করে থাকি। যা আমাদের কাজকে আরো সহজ করে দিয়েছে কিন্তু এর পাশাপাশি কিছু মানুষ আছে যারা এই ইন্টারনেট অপব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি তাই আমাদেরকে ইন্টারনেট ব্যবহারে সঠিক নিয়ম মেনে চলার আহবান জানায়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest