ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
ফখরুদ্দি মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রাটি সেনবাগ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে সামনে এসে শেষ।এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। পরে সন্ধ্যায় সভাপতি ফিরোজ আলম রিগানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজেদুর হক তানভিরের সঞ্চালনায় এক আলোচনা সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী- ২ সেনবাগ আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এম.পি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী,আরটিভি ও বেজ্ঞল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু, সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক পাটোয়ারী লেবু, সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলী আক্কাস রতন,সেনবাগ পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল আজিম চৌধুরী মানিক,সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক আ.স.ম জাকারিয়া আল মামুন,সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম বাবু,ছাএলীগ নেতা আশ্রাফ উদ্দিন রাশেল, আবু শোয়েব সহ প্রমুখ নেতৃবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST