মোজাম্মেল হক মেম্বার শর্টপিচ ক্রিকেট নাইট টুনামেন্টে সোনাপুর একাদশ চ্যাম্পিয়ন।।

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

মোঃইলিয়াছ তজুমদ্দিন প্রতিনিধি।

ভোলা তজুমদ্দিন বাদলীপুর মোজাম্মেল হক মেম্বার স্মৃতি স্মরণে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাদলীপুর একাদশকে হারিয়ে সোনাপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।আজ মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।১ ডিসেম্বর ২০২১ ইং তারিখে মরহুম মোজ্জামেল হক মেম্বার স্মৃতি স্মরণে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেকটি দল তাদের খেলায় নিজ নিজ যোগ্যতা প্রমাণ রাখেন। সেই প্রমাণ স্বরূপ হিসেবে ফাইনালে পৌছে বাদলী পুর একাদশ এবং সোনাপুর একাদশ। খেলায় অধিনায়ক শামিমের নেতৃত্বে সোনাপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচে উওর শম্ভুপুর যুবলীগ সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জনাব আলহাজ্ব ফজলুল হক দেওয়ান,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ তজুমদ্দিন উপজেলা শাখা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন সুমন,যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগে তজুমদ্দিন উপজেলা শাখা। মোহাম্মদ এ কে এম সহিদুল্যা কিরন,চেয়ারম্যান ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ।জনাব মোহাম্মদ রাসেল মিয়া, চেয়ারম্যান ৫নং শম্ভুপুর ইউনিয়ন পরিষদ।জনাব সাইফুউদ্দিন সবুজ,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ তজুমদ্দিন উপজেলা শাখা।আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মী এবং এলাকার জনগন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। উল্লেখ্য, গত এক মাস ব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest