ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২
রাবি প্রতিনিধি:
ট্রাকচাপায় ক্যাম্পাসের ভেতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে তিনি এ ঘোষণা দেন। দূর্ঘটনার বিষয়ে জানার পরও প্রক্টর দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এর আগে গতকাল রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে ট্রাক চাপায় মাহমুদ হাবিব হিমেল নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর থেকে ভবন নির্মাণ কাজে নিয়োজিত পাঁচটি ট্রাক ও নির্মাণশ্রমিকদের ঘরে আগুন, ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এসময় আবাসিক হল থেকে দলবেঁধে এসে যোগ দেন ছাত্রীরাও।
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করি। সেখানে যখন আমাদের সহপাঠীকে নিজের জীবন দিতে হয় তখন আদৌও ক্যাম্পাসে নিরাপত্তা আছে কিনা এ নিয়ে প্রশ্ন থেকে যায়। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং আমাদের বন্ধু মৃত্যুর বিচারের দাবিতে দাঁড়িয়েছি। ঘটনার পর প্রক্টরকে জানানো হলে তিনি মিটিংয়ের অজুহাত দিয়েছেন। তিনি ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আসেন নি। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেওয়ায় দূর্ঘটনার পর প্রায় দুই ঘন্টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলেই ছিলো। তাহলে প্রক্টরকে কেন রাখা হয়েছে? আমরা প্রক্টরের প্রত্যাহার চাই।’
ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।
এসময় সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST