দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচন স্থগিত, প্রতিবাদে মানববন্ধন এলাকাবাসীর

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচন স্থগিত, প্রতিবাদে মানববন্ধন এলাকাবাসীর

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ আজ বুধবার ২ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে অংশনেন সকল পদের প্রার্থী গণ সহ এলাকার হাজার হাজার জনগণ।

জানা যায়, গত ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপ ইউপি নির্বাচনে ৩নং পাররামরামপুর ইউনিয়নে নির্বাচনের কথা ছিলো। এর ধারাবাহিকতায় নির্বাচনের সকল কার্যক্রম চালিয়ে যায় সকল পদের প্রার্থীগণ। এতে চাঞ্চল্যকর পরিবেশে প্রস্তুত ছিলো সাধারণ ভোটার গণ। ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম সম্পন্নের প্রস্তুতি নিচ্ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার। সকল কার্যক্রম ছিলো যথারীতি প্রস্তুত। ৩০ জানুয়ারী রাত ৭টায় আদালতের নির্দেশক্রমে নির্বাচন স্থগিত করেন উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার দেওয়ানগঞ্জ। এতে সাধারণ ভোটারদের মাঝে শুরু হয় নানান জল্পনা-কল্পনা আর সমালোচনা। ইউনিয়নের সকল প্রার্থী ও জনগণ স্থগিত নির্বাচনের প্রতিবাদে ও দ্রুত পুনঃনির্বাচনের দাবিতে মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু তালেব, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী করিফুল বেগম ও নুরানি বেগম সহ সাধারন মেম্বার প্রার্থীগণ।

বক্তাগণ ভিন্ন ভিন্ন বক্তব্যের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পাররারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনঃ নির্বাচন দিয়ে জনগণের পছন্দসই প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest