ফুলবাড়ীয়ায় বিএনপি নেতা করিম সরকারের রোগমুক্তি কামনায় দোয়া

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

ফুলবাড়ীয়ায় বিএনপি নেতা করিম সরকারের রোগমুক্তি কামনায় দোয়া

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকারের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২রা ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের বাদশা মার্কেট বাজারে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে বিএনপি নেতা মোহাম্মদ আলী জিন্নাহ’র পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ সরকার, উপজেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ইউসুফ আলী, ইউনিয়ন যুবদল নেতা ফারুক হোসেন, সাবেক ছাত্রদল নেতা রিপন সরকার, ছাত্রদল নেতা মোতালেব ইসলাম ও শওকত আলী প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন, এতে দাবী করা হয় দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছে। পরে চিকিৎসাধীন উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকারের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest