নিহত শিক্ষার্থীর নামে নির্মাণাধীন একাডেমিক ভবনের নামকরণসহ সকল দাবি মানার আশ্বাস রাবি উপাচার্যের

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

নিহত শিক্ষার্থীর নামে নির্মাণাধীন একাডেমিক ভবনের নামকরণসহ সকল দাবি মানার আশ্বাস রাবি উপাচার্যের

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন ২০তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নাম নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নামে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশের মাঠে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় এ কথা জানান।

এসময় চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ১০দফা দাবি জানান। সবগুলো দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন উপাচার্য।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন ভবনের সামনে ট্রাকচাপয় চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হন। এরপর রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- হিমেলের ক্ষতি পূরণ হিসেবে কোটি টাকা প্রদান, আহত রিমেলের চিকিৎসা ও শিক্ষার সব ব্যয়ভার প্রশাসনের বহন করতে হবে, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে, নির্মাণাধীন বিজ্ঞান ভবনের নাম হিমেলের নামে ও দুর্ঘটানর স্থানে স্মৃতিফলক নির্মাণ, ভাঙ্গা রাস্তা সংস্কার ছাড়া সব কাজ বন্ধ থাকবে, ক্যাম্পাসের সর্বদা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রধান তিন গেটে ফুটওভার ব্রিজ নির্মাণ, রাকসু দিতে হবে, ছাত্রীদের চলাচলের সুবিধার জন্য বোটানিক্যাল গার্ডেনের রাস্তা উন্মুক্ত করা ও রিমেলের বাইকের ক্ষতিপূরণ দেওয়া।

দাবিগুলোর প্রেক্ষিতে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘হিমেলের পরিবারের ভালোভাবে বসবাসের জন্য প্রতিমাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। নির্মাণাধীন ভবনের নাম হিমেলের নামে ও দ্রুত স্মৃতি ফলক নির্মাণ করা হবে। ক্যাম্পাসের প্রতিটি জয়গায় আলোকিত করার জন্য কাজ চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স গ্রহণ করা হবে। এটির জন্য শিক্ষার্থীদের সহযোগীতা প্রয়োজন। এছাড়া দ্রুতই চারুকলার রাস্তা সংষ্কার করা হবে।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুর রহমান বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেছেন। সেই মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
হিমেলের দাফন শেষে তার পরিবারকে পাঁচ লাখ টাকা হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, গতকাল রাত সাড়ে আটটার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। দুর্ঘটনার পর থেকে ভবন নির্মাণ কাজে নিয়োজিত পাঁচটি ট্রাক ও নির্মাণশ্রমিকদের ঘরে আগুন, ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এসময় আবাসিক হল থেকে দলবেঁধে এসে যোগ দেন ছাত্রীরাও।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest