ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২
রাবি প্রতিরিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস বন্ধ বেড়েছে আরও ১৫ দিন। তবে বিভাগ, ইনস্টিটিউট অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।
বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীর শ্রেণিকক্ষে পাঠদান ৭ থেকে ২১ ফ্রেরুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এসময় অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতিত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে। জরুরি পরিসেবাসমূহ বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিছন্নতা ইত্যাদি চালু থাকবে।
এর আগে ২১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রনালয় শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়। সেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খোলা রেখে সশরীরে পাঠদান ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST