র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ
বিপুল পরিমাণ গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টা ৫ মিনিটে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল নওগাঁ জেলার সদর থানাধীন দয়ালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন গোপালকৃষ্ণপুর এলাকার ইন্তাজ আলীর ছেলে আব্দুল মতিন (২৩) ও দক্ষিণ লক্ষিপুর এলাকার মৃত তায়েজ আলীর ছেলে ফিরোজ হোসেন (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল মতিন ও ফিরোজ হোসেন দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তাদের দু’জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest