নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের দু পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী,১৪৪ ধারা জারী

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

নাটোরের বড়াইগ্রামে  আওয়ামী লীগের দু পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী,১৪৪ ধারা জারী

আবু মুসা স্টাফ রিপোর্টার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাহিমালি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান,আজ বিকালেন বড়াইগ্রাম উপজেলার বাহিমালি স্কূল মাঠে স্থানীয় মাঝগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ডেকে মঞ্চ তৈরী করে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারির সমর্থকরা।একই সময় একই স্থানে একই ধরনের কর্মসূচীর ডাক দিয়ে পাশেই আরেকটি মঞ্চ তৈরী করে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস সমর্থকরাও।এ নিয়ে উত্তেজনা ও সংঘাতের আশংকা তৈরী হলে ওই এলাকায় সভা সমাবেশ নিসিদ্ধ করে ১৪৪ ধারা জারী করে উপজেলা প্রশাসন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest