ঢাকা ২৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ আজ শনিবার ১৯ ফেব্রুয়ারি ২০২২ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসির আওতাধীন পাথরের চর বাজার এলাকা ঢাকা-রৌমারী মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সানন্দবাড়ী পুলিশ প্রশাসন।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জোয়াহের হোসাইন খান এর নেতৃত্বে এস আই আফতাব উদ্দিন, এস আই আঃ খালেক, এস আই আঃ মান্নান, এএসআই তরিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স রৌমারী উপজেলার জন্দীর কান্দা গ্রামের মৃত আঃ হামিদের পুত্র মোতালেব হোসেন মতলে (৪০) কে ৫০০ (পাঁচ শত) পিচ ইয়াবা সহ আটক করেন ।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জোয়াহের হোসাইন খান সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান – গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে আটক করেছি, দেওয়ানগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুুতি চলছে, মামলা শেষে আসামীকে জামালপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST