লালপুরে স্বর্ণের দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে আটক

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

লালপুরে স্বর্ণের দোকানে চুরি, গণধোলাই দিয়ে  চোরকে আটক

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে স্বর্ণের দোকানে চুরি করে পালানোর সময় রহম আলী (৪০) নামে এক যুবককে ধরে পুলিশে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী রাতে উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত রহম পাবনার বেড়া উপজেলার মৃত বাহের উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপালপুর বাজারে মা- মনি জুয়েলারি দোকানের ট্রিন ও গ্রীল কেটে চুরে করে দ্রুত পালিয়ে যেতে থাকে। পরে স্থানীয় নাইট গার্ডরা পেছন থেকে তাকে ধাওয়া করে। এ সময় স্থানীয় লোকজন সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেয়।

দোকান মালিক মিলন প্রামাণিক জানান, এ চুরির ঘটনায় প্রায় ২শ ৫০ ভরি রূপা ও দুই ভরি স্বর্ণের এখনো সন্ধান মেলে নি।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় কিছু স্বর্ণ উদ্বার করা হয়েছে এবং আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest