রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২

রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধ সময়ের একটি অবিস্ফোরিত মর্টারশেল নিষ্ক্রিয় করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের পাশের একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়। পরে দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সদস্য বিশিষ্ট একটি এক্সপার্ট টিম মর্টারশেলটিকে নিষ্ক্রিয় করে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পুকুরে এক যুবক মর্টারশেলটি দেখতে পান। পরে এটিকে তিনি কৃষি অনুষদের ফ্লাইওভার সংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুরে একটি মর্টারশেল পাওয়া যায়। পরে পুলিশ এসে এটিকে নিষ্ক্রিয় করে।

উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল এবং এর তিনদিন পর ৩০ এপ্রিল আরও দু’টি মর্টারশেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest