কালিহাতীতে পাকিস্তানী অস্ত্র সহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

কালিহাতীতে পাকিস্তানী অস্ত্র সহ  স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরো চীফঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক হোসেন (২৮)কে পাকিস্তানের তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার ০৭ই জানুয়ারী সন্ধ্যা ৭টায় কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধল্লাইমোড় এলাকা থেকে তাকে আটক করেন। আকটকৃত ফারুক হোসেন উপজেলা ধানগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ফারুক হোসেন নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকীর দেহরক্ষী এবং তার ছোট ভাই মামুনের ঘনিষ্ঠ বন্ধু। চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছিল। ফারুকের ভয়ে কেউ তার অপকর্মে প্রতিবাদ করতে সাহস পায়নি। এ বিষয়ে নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী জানান, আমার কোন বডিগার্ড নেই। একমাত্র আল্লাহ আমার বডিগার্ড। কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির জানান, সন্ধ্যায় সারে সাতটার দিকে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ধল্লাই মোড় চেকপোষ্টে ফারুক হোসেনকে সন্দেহ হলে পুলিশ তাকে তল্লাশী করে। এসময় তার কাছ থেকে বিদেশী একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।পরে অস্ত্রসহ তাকে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কেউ জড়িত আছে কিনা জানা যাবে। এঘটনায় কালিহাতী থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest