আসন্ন ঈদে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করবে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার |

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মে ৩, ২০২২

আসন্ন ঈদে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করবে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
আলোকিত সময়.কম |

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে প্রায় দুই লক্ষাধিক পর্যটকের আগমনের সম্ভাবনা রয়েছে। এমতাবস্তায় ভ্রমনরত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমন নিশ্চিত করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন কর্তৃক বিশেষ নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আলোকিত সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন, মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ,কক্সবাজার রিজিউন।
কক্সবাজারস্থ বিভিন্ন হোটেল-মোটেল,রিসোর্ট,রেস্তোরা এবং গেস্ট হাউজগুলো যেন পর্যটকদের নিকট হতে হয়রানি বা প্রতারনার মাধ্যমে অতিরিক্ত মূল্য গ্রহণ করতে না পারে সে বিষয়ে নজরদারির জন্য ট্যুরিস্ট পুলিশের একটি টিম সাদা পোশাকে সার্বক্ষনিক নিয়োজিত থাকবে। পর্যটক ও দর্শনার্থীদের তাৎক্ষনিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ০৬ টি “ট্যুরিস্ট হেল্প ডেস্ক” স্থাপন করা হয়েছে। এছাড়াও প্রতিটি হেল্প ডেস্কে ফাস্ট এইড বক্স সরবরাহের মাধ্যমে পর্যটকদের প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সমুদ্র সৈকত,হোটেল মোটেল, ঝাউবাগান এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ছিনতাই প্রতিরোধ,ইভটিজিং বা পর্যটক হয়রানি রোধে সার্বক্ষনিক বীচ বাইক,ওয়াটার বাইক, মোটরসাইকেল পেট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজনে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঈদ পরবর্তী কয়েকদিন আবহাওয়া চরমভাবাপন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, ট্যুরিস্ট পুলিশ কর্তৃক পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ এবং সুপেয় পানি পানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া শিশুদের দ্রুত উদ্ধারপূর্বক অভিভাবকদের নিকট হস্তান্তর এর লক্ষ্যে “ চাইল্ড সাপোর্টে সেন্টার” এবং পর্যটকদের হারিয়ে যাওয়া মোবাইল, মানিব্যাগ বা অন্যান্য মালামাল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করার লক্ষ্যে প্রত্যেকটি হেল্প ডেস্কে “লস্ট এন্ড ফাউন্ড সেন্টার” স্থাপন করা হয়েছে। এছাড়াও, সমুদ্র সৈকত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ০১ টি “ওয়াচ টাওয়ার” এবং ০৭ টি “পর্যবেক্ষন সেন্টার” স্থাপন করা হয়েছে। সার্বিক বিষয়টি তদারকি করবেন মোঃ রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার,ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest