ঢাকা ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মে ৪, ২০২২
মোহাম্মদ মাহমুদুল হাসান |
আলোকিত সময়.কম |
তৃষার্ত পর্যটকদের মাঝে সুপেয় পানি সরবরাহে, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের মানবিক উদ্যোগ গ্রহন। তৃষার্ত ট্যুরিস্টদের মাঝে সুপেয় পানি সরবরাহ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ট্যুরিস্টদের নিরাপত্তার পাশাপাশি মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজাউল করিম এ ব্যাপারে জানান তাদের পক্ষ হতে লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলী পয়েন্টে অস্থায়ী তাঁবু থেকে ট্যুরিস্টদের জন্য সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। যে কোন তৃষার্ত ট্যুরিস্ট এই তাঁবু থেকে পানি পান করতে পারবেন। ট্যুরিস্ট পুলিশের এই সেবা ঈদের ছুটির প্রতিদিন অব্যাহত থাকবে। সরেজমিনে দেখা যায় অনেকেই ট্যুরিস্ট পুলিশের এই সেবা গ্রহন করছেন এবং ট্যুরিস্ট পুলিশের প্রশংসা করছেন। কক্সবাজারে আগত সকল দর্শনার্থী ট্যুরিস্ট পুলিশের এই মানবিক উদ্যেগের প্রতি সমর্থনও জানিয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST