ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০
মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর নবাবগঞ্জে চলতি রবি শষ্য প্রত্যন্ত গ্রাম- গঞ্জের বিভিন্ন জমিতে আলুর ব্যাপক আবাদ হলেও রবি শষ্য ফসল ক্ষেতে ইদুরের ব্যাপক উপদ্রব দেখা দিয়েছে। বিশেষ করে শুকনাে আলু ক্ষেতে ইদুরের আক্রমন বেশি। ইদুর দিনের চেয়ে রাতের বেলায় দলবেঁধেয আলুর চারা কেটে ও আলুর কাপ থেকে মাটি তুলে কৃষকের সর্বনাশ করছে। নানা রকমের চেষ্টা ও ওষুধ প্রয়ােগ করেও আলু চাষীরা ইদুর দমন করতে না পেরে আলুর ফলন হ্রাসের শঙ্কায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, চলতি রবি শষ্য মৌসুম আলুর ব্যাপক চাষাবাদ হওয়ায় চারিদিকে শুধু সবুজের সমারােহ। এ সময় উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের হাফিজুল, নজরুল , পদুমহার গ্রামের ইমাজ উদ্দিন, ওবাইদুল, শরিফুল সহ অনেকেই জানান, তাদের আলুর ক্ষেতে ইদুরে আক্রমণে আলু চারা কেটে ফেলে ক্ষেতের আলুর বিনাশ করে ফেলছে। অনেক চেষ্টা করেও ইদুরের উপদ্রব দমন করতে পারছিনা। সময়মত ইদুরে আক্রমণ থেকে ধানের চারা রক্ষা করতে না পারলে আলুর ফলন অনেক কমে যাবে বলেও আশংখার কথা জানান কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলা ১হাজার ২শ ৩০ হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও ১ হাজার ৩শ ০৫ হেক্টর জমিতে আলু লাগানো হয়েছে । লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জিত হয়েছে । আলুর দামও ভালো আছে । ইঁদুর লোকাল ভাবে নিধন করতে হবে ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST