ঢাকা ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, মে ৭, ২০২২
মোহাম্মদ মাহমুদুল হাসান |
আলোকিত সময়. কম |
কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণরত পর্যটকদের উত্ত্যক্ত করায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টস্থ সৈকতের প্রবেশপথে গেল ৪ মে বিকেল অনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ট্যুরিস্ট পুলিশ জানায়, অভিযুক্তরা বেসামাল অবস্থায় চিৎকার করে সমুদ্র সৈকতে আগত পর্যটকদের বিরক্তি সৃষ্টি করার সময় সেখানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ডিউটিরত এস আই মোঃ জাফরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় পুলিশ আইনের ৩৪ ধারায় তিনজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার পাহাড়তলীর জিয়া নগরের আব্দুল্লাহ, সাজ্জাদ হোসেন এবং কক্সবাজার চকরিয়ার জঙ্গলকাটার আবু হানিফ।
তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে ঘটনার পারিপার্শ্বিকতায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রকাশ্যে বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে ১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারা দাখিল করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST