রৌমারীতে সরকারি ভাবে ধান চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২২

রৌমারীতে সরকারি ভাবে ধান চাল ও গম  সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধ

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারি ভাবে বোরো ধান, চাউল ও গম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গল বার দুপুর ২টার দিকে রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুলস্ন্যাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল (ভারপ্রাপ্ত) উপস্থিত থেকে ক্রয় কার্যক্রমের এর শুভ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা খাদ্য কর্মকর্তা আলাউদ্দিন বসুনিয়া, রৌমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনেওয়াজ মিয়া, উপজেলা কৃষক প্রতিনিধি মশিউর রহমান, চাতাল মালিক আবুল কাশেম প্রমূখ।
স্থানীয় ভাবে সংগ্রহীহিত প্রতি কেজি চাল ৪০ টাকা, প্রতি কেজি গম ২৮ টাকা ও প্রতিকেজি ধান ২৭ টাকা সরকারীভাবে মূল্য নির্ধারন করা হয়েছে।
এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা আলাউদ্দিন বসুনিয়া সাংবাদিকদের বলেন, ১ হাজার ৪২৬ মেট্রিক টন বোরো ধান, ৮৭৭ মেট্রিক টন চাল, ৫৪৬ মেট্রিকটন গম স্থানীয় কৃষক ও মিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ৩১ আগষ্ট পর্যন্ত্ম সংগ্রহ করা হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest