কক্সবাজারে পর্যটকদের সমুদ্রের পানিতে নামতে প্ররোচিত করায় টিউব ব্যবসায়ী আটক |

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২২

কক্সবাজারে পর্যটকদের সমুদ্রের পানিতে নামতে প্ররোচিত করায় টিউব ব্যবসায়ী আটক |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
আলোকিত সময়.কম |

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গত ১৬/০৫/২২ খ্রিঃ তারিখ অভিযুক্ত আজিজুল হক (৫৪), পিতা- মকছুদুর রহমান, সাং- ঘোনারপাড়া, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার নামক ব্যক্তি রাত্রীকালে পর্যটকদের সমুদ্রের পানিতে নামা ঝুকিপূর্ণ এবং নিষেধ থাকা সত্ত্বেও পর্যটকদের জীবন হুমকির মুখে ফেলে তাদেরকে পানিতে সাতার কাটতে নামার জন্য প্ররোচিত করে টিউব ভাড়া দিচ্ছিল। উক্ত অভিযুক্ত ব্যক্তিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন কর্তৃক সুগন্ধা পয়েন্ট হতে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তার নিকট হতে দুইটি সাতার কাটার টিউব সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে ঘটনাটি সত্য বলে প্রতিয়মাণ হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানার নন-এফআইআর প্রসিকিউশন নং- ১০৩/২২, তাং- ১৭/০৫/২০২২ দাখিল করা হয়।।
পর্যটকদের জন্য হুমকি বা যেকোন নিরাপত্তা বিপর্যয়ের চেষ্টার বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অবস্থান হবে তাৎক্ষণিক এবং যথাযথ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest