জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন ও আরেক জনের ২০ বছরের সশ্রম কারাদন্ড

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মে ১৯, ২০২২

জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন ও আরেক জনের ২০ বছরের সশ্রম কারাদন্ড

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন ও আরেক জনকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামী মাসুদুর রহমান সুজন ও মোস্তাফিজুর রহমান সুমন
এর অনুপস্থিতে এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজন ও ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৭ এপ্রিল বিকালে ক্ষেতলাল উপজেলায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল টহল দেওয়ার সময় গোপন খবর সূত্রে নিশ্চিন্তা বাজার এলাকায় অস্ত্র পাচার হচ্ছে।

এ সময় ওই এলাকায় অভিযান পরিচালনার মাসুদুর রহমান সুজনের দেহ তল্লাশী করে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং মোস্তাফিজুর রহমান সুমনের দেহ তল্লাশী করে তাজা গুলি উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পরে র‌্যাবের পক্ষ থেকে ক্ষেতলাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয় এবং মামলাটির দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত বৃহস্পতিবার (১৯ মে ২০২২ ইং) তারিখে এ রায় প্রদান করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest