ইবি ধর্মতত্ব অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

ইবি ধর্মতত্ব অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

ফারহানা নওশিন তিতলী, ইবি প্রতিনিধিঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান। বুধবার(৮ জানুয়ারি) দুপুরে অনুষদের অফিস কক্ষে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,ডিন হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ,ফ,ম আকবর হোসাইনের মেয়াদ শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest