ক্যান্সার কোষ সম্পর্কে অগ্রীম ধারণা পাওয়া যাবে এমন একটি ডিভাইস বানানোই আমার গবেষনার বিষয়ঃ ইকরা শুভ

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২২

ক্যান্সার কোষ সম্পর্কে অগ্রীম ধারণা পাওয়া যাবে এমন একটি ডিভাইস বানানোই আমার গবেষনার বিষয়ঃ ইকরা শুভ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে গতকাল ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং বুটেক্স বিজনেস ক্লাবের সহযোগিতায় ‘রোড টু এমআইটি’ শীর্ষক সেমিনার বুটেক্স সেমিনার হলে সকালে অনুষ্ঠিত হয়েছে।

ফেব্রিক ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শিল্পী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্স রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শাহ আলিমুজ্জামান।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের ৩৪ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ইকরা ইফতেখার শুভ। তিনি বর্তমানে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পি.এইচ.ডি গবেষক হিসেবে কর্মরত রয়েছেন।

প্রধান আলোচক তাঁর আলোচনাকে সম্পূর্ণ ২ (দুই) টি পর্বে ভাগ করেন। প্রথমত তিনি বুটেক্স থেকে তার ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজি’র (এমআইটি) যাত্রা এবং পরবর্তীতে তার গবেষণার বিষয় নিয়ে আলোচনা করেন।

ইকরা ইফতেখার শুভ বলেন,’বুটেক্স থেকে আমার আগে এমআইটিতে কেউ না আসার কারনে এই যাত্রা খুব সহজ ছিলো না, তবে বুটেক্স শিক্ষার্থীরা যে কারিকুলামে পড়ছে, তার মধ্যে পাইথন ল্যাংগুয়েজ এবং অ্যাপ্লাইড ম্যাথ যোগ করলে শিক্ষার্থীরা যে কোন দেশের গবেষকদের সাথে ফাইট দিতে পারবে।

আলোচক শুভ আরও বলেন, তারঁ গবেষণার বিষয় হচ্ছে এমন একটি ডিভাইস বানানো যার মাধ্যমে আমরা ক্যান্সার কোষ সম্পর্কে অগ্রিম ধারণা পেতে পারি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest