জয়পুরহাটে ভ্রাম্মমান আদালতে ৩ মাদক সেবির কারাদণ্ড

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

জয়পুরহাটে ভ্রাম্মমান আদালতে ৩ মাদক সেবির কারাদণ্ড

জয়পুরহাটে ভ্রাম্মমান আদালতে ৩ মাদক সেবির কারাদণ্ড

আবু রায়হান, জয়পুরহাটঃ

জয়পুরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ৩ জন মাদক সেবিকে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্মমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার শান্তি নগর এলাকার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৪২), কড়ই এলাকার আহম্মেদ ইকবালের ছেলে আহম্মেদ মাসুদ পারভেজ (৪৫) ও হাতিল এলাকার মৃত আব্দুল গফুর সরদারের ছেলে তারাজুল ইসলাম (৪৯)।

জানা গেছে, শনিবার (২৮ মে) দুপুর ১২ টায় জয়পুরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে জয়পুরহাট পৌর সদরের শাপলা আবাসিক হোটেলের অপর পার্শ্বে এক গলির ভিতর পরিত্যাক্ত একটি ঘরে বসে মাদক সেবনের সময় তাদেরকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১৬ ধারা মোতাবেক প্রকাশ্য স্থানে মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার দায়ে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest