ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মে ২৯, ২০২২
সাগর হোসাইন বদলগাছীঃ নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামে অবস্থিত আনন্দমার্গ শিক্ষা, ত্রাণ ও জনকল্যাণ ট্রাষ্ট এর নামীয় ১৭.২৬ একর জমিতে ২০১১ সালে সিভিল রিভিশন নং ৪০৪৪ মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও সাদিশপুর মৌজার ৮০শতক জমির উপর আশ্রয়ণ-২ প্রকল্পের দুর্যোগ সহনীয় ৪০ টি গৃহ নির্মাণ বন্ধের আবেদনকে অবজ্ঞা করে এবং হাইকোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণ কাজ চলমান রাখায়, তা বন্ধ করার ও আদালত অবমাননার মামলা করার সতর্কীকরণ উকিল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির পর উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি শ্রী সুশীল চন্দ্র মন্ডল ও অন্যান্যদের নিয়ে গত ২২/০৫/২০২২ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসক এর কার্যালয়ে শর্ত সাপেক্ষে মৌখিক সমঝোতা করেন বলে প্রতিষ্ঠানটির সভাপতি সুশীল চন্দ্র মন্ডল এবং সেক্রেটারী শ্রী ব্রজেশ্বর চন্দ্র অবদুতের ভাষ্যে জানা গেছে। বাদীপক্ষের সিভিল রিভিশন মামলা পরিচালনাকানী আইনজীবি অনুপ কুমার সাহা ১৬/০৫/২০২২ ইং তারিখে মোঃ খালিদ মেহেদী হাসান, ডেপুটি কমিশনার (ডেপুটি কাষ্টডিয়ান, ল্যান্ড এবং বিল্ডিং) নওগাঁ এবং মোছাঃ আলপনা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী, নওগাঁ এর নিকট উকিল নোটিশ প্রেরণ করেন। ২০২১-২০২২ অর্থ বছরে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৪৬ পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের দুর্যোগ সহনীয় গৃহ নির্মানের জন্য এক কোটি ২১ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ আসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। আধাইপুর ইউনিয়নের সাদিশপুর মৌজায় ৪০টি এবং একই ইউনিয়নের জগন্নাথপুরে ৩টি ও বালুভরা ইউপি’র বালুভরাতে ৩টিসহ মোট ৪৬টি।
নীতিমালা অনুযায়ী নিষ্কন্টক খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করার কথা থাকলেও উপরোল্লিখিত ধর্মীয় প্রতিষ্ঠানের ৮০ শতক জমিতে ৪০টি গৃহ নির্মাণ কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। উক্ত আনন্দমার্গ শিক্ষা, ত্রাণ ও জনকল্যাণ ট্রাষ্টের সভাপতি শ্রী সুশীল চন্দ্র মন্ডল গৃহ নির্মাণ কাজ বন্ধ করার জন্য ০৬/০১/২০২২ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের নিকট লিখিত আবেদন করেন। আবেদন প্রাপ্তির পর উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন ট্রাষ্ট কর্তৃপক্ষকে সকল কাগজপত্রসহ তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। সভাপতি সুশীল চন্দ্র মন্ডলসহ অন্যান্যরা হাইকোর্টের নিষেধাজ্ঞার কাগজপত্রসহ জমির অন্যান্য কাগজপত্র নিয়ে নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে সকল কাগজপত্রগুলো তাঁকে দেখান। এরপরও গৃহ নির্মাণ কাজ চলমান রাখায় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি শ্রী সুশীল চন্দ্র মন্ডল নির্মাণ কাজ বন্ধ করার জন্য ০৯/০২/২০২২ ইং তারিখে নওগাঁ জেলা প্রসাশক বরাবর লিখিত আবেদন করেন। তারপরও নির্মাণ কাজ বন্ধ না করে নির্মাণ কাজ চলমান রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, উপরোক্ত ট্রাষ্টের সভাপতি ও সেক্রেটারীর সঙ্গে সমঝোতা করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী জমির দলিল ও ঘর উপকারভোগিদের হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রসাশক মোঃ খালিদ মেহেদী হাসানের সঙ্গে ২৬/৫/২০২২ ইং তারিখে মোবাইল ফোনে কথা বললে উকিল নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি যেহেতু আইনগত তাই সমস্যাটি আইন অনুযায়ী দেখা হবে। ট্রাষ্ট কর্তৃপক্ষের সাথে কোনও সমঝোতা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, আসলে সমঝোতা নয় তাদের সাথে বিভিন্ন সুবিধা–অসুবিধা নিয়ে আলোচনা করা হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST