ঢাকা ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
তানভীর আহমেদ (কুমিল্লা ব্যুরো )ঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী মনিরুজ্জামান মনির মৃত্যু হয়েছে। মনির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউপির নাইয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. ছানু মিয়ার ছেলে। রবিবার সকালে ছেলের মৃত্যুর খবর পান মা শরীফা বেগম। সরেজমিনে গিয়ে জানা যায়, ২০১৬ সালে ফায়ার সার্ভিস কর্মী হিসেবে চাকরি নেন মনিরুজ্জামান মনির। দুই মাস পূর্বে মনির ঢাকা থেকে চট্টগ্রাম সীতাকুণ্ডে বদলি হয়ে আসেন। ৭ বছর চাকরি জীবনে সাহসী ফায়ার কর্মী একাধিকবার পদকও পান তিনি। তিন বছর পূর্বে বরিশাল জেলায় বিয়ে করেন। সংসার জীবনে জান্নাতুল মাওয়া নামের দেড় মাসের একটি কন্যা রয়েছে। স্ত্রী মাহমুদ আক্তার মুক্তা মেয়েকে নিয়ে বাপের বাড়ি বরিশালে থাকেন। স্বমীর মৃত্যুর খবর শুনে শ্বশুর বাড়ি নাঙ্গলকোটে রওনা হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মানুষদের বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মনিরুজ্জামান মনির সবার ছোট। সকল ভাইয়েরা বিবাহ করে পৃথক আছেন।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার মুক্তার মুঠোফোনে বার বার কল দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST