ঢাকা ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২২
আরিফা হক গাজীপুর প্রতিনিধি ঃ
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাজীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ির মাঠে ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে একই কক্ষে জেলার আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
রোববার(১২ জুন) সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত ওই প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জামাল আহমেদ, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এড আমানত হোসেন, শ্রীপুর উপজেলার চেয়ারম্যান মো. শামসুল আলম প্রধান, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার সরকার, গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST