ঢাকা ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) আজ প্রথম পরীক্ষা। এ কমিশন গঠনের পর আজ বুধবার কুমিল্লা সিটি করপোরেশন ছাড়াও ১৭৬টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। তবে কমিশনের দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ দেখতে সবার চোখ থাকবে বিশেষত কুমিল্লা সিটির নির্বাচনে।
এবারই প্রথম সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর প্রতিটি ভোটকেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা (মোট ১৪৪০টি) ব্যবহার করা হচ্ছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ভালোভাবে শেষ করতে ইসি প্রস্তুত বলে জানিয়েছেন এ নির্বাচনের রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী। গতকাল ব্রিফিংকালে তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু ভোট করতে বদ্ধপরিকর। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সার্কুলার অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। জেলা প্রশাসক, পুলিশের কর্মকর্তারা সবাই সজাগ থাকবেন। এ ছাড়া নগরীর প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি আশাবাদী, একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব। আশা করছি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কোথাও কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ’
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST