দেওয়ানগঞ্জে নারী উদ্যোক্তাদের নার্সারী বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে নারী উদ্যোক্তাদের নার্সারী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ১৫ ও ১৬জুন ২ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহন করেন ডাংধরা , চরআমখাওয়া, ও চিকাজানী ইউনিয়নের ৭জন নারী উদ্যোক্তা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় উন্নয়ন সংঘ বাস্তবায়নে বিংস প্রজেক্ট। কমিউনিটি সেলস এজেন্ট (সিএসএ) দের ব্যবসায়ী কার্যক্রমের জন্য নার্সারী বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ইকোনমিক এন্ড ভেল্যুচেইন স্পেশালিষ্ট লুবনা আক্তার, উন্নয়ন সংঘ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ বশীর আহমেদ, উন্নয়ন সংঘ এর ইকোনমিক এন্ড ভেল্যুচেইন অফিসার আশিকুর রহমান, ডাংধরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি, নার্সারী মালিক মোঃ খোরশেদ আলম, উন্নয়ন সংঘ এর প্রজেক্ট অফিসার মোঃ রাকিবুজ্জামান, সিডিএফ মোঃ ফরিদুল ইসলাম।
দুই দিনের প্রশিক্ষণে নার্সারি কি? নার্সারির প্রকারভেদ, কাটিং/ গ্রাফটিং, কলম এর মাধ্যমে উন্নত জাতের ফল ও ফুলের চারা উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। নতুনত্ব কিছু শিখতে পেরে নারী উদ্যোক্তাগন আশার আলো এর মুখ দেখতে আগ্রহ প্রকাশ করছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest