বিরামপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন শিবলী সাদিক এমপি

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

বিরামপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন শিবলী সাদিক এমপি

দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় কৃষি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে একাডেমি সুপার ভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে তিন দিনব্যাপী কৃষি মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা কৃষি কর্তকর্তা নিকছন চন্দ্র পাল প্রমুখ।

কৃষি মেলার আলোচনা সভা শেষে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক, চিকিৎসা ভাতার চেক, মোয়াজ্জেমদের ভাতার চেক, কৃষকদের মাঝে ধান বীজ, পাট বীজ, পেয়াজের বীজ, সার, ফলজ গাছের চারা, প্রতিবন্ধী বাচ্চাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest