ঢাকা ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান, ঢাকাঃ আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে প্রথম পর্বের তিন দিনব্যাপী (১০ থেকে ১২ জানুয়ারি) ইজতেমা শুরু হচ্ছে। দুটি পর্বে অনুষ্ঠিত হবে এবারের বার্ষিক ইজতেমা। এরইমধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করায় দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে মুসল্লিরা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ইজতেমা ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। ইজতেমাকে সফল করতে স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ, র্যাব, সিটি করপোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল, স্বাস্থ্য বিভাগসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে প্রথম পর্বে ইজতেমা। সকালের মধ্যে ময়দান ত্যাগ করবেন তারা। অপরদিকে, চারদিন বিরতি দিয়ে আগামি ১৭ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। শেষ দিন মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের ৫০ তম বিশ্ব ইজতেমা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST