নবাবগঞ্জে মুজিব শতবর্ষ উদযাপনে ক্ষণগণনার উদ্বোধন

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

নবাবগঞ্জে মুজিব শতবর্ষ উদযাপনে ক্ষণগণনার উদ্বোধন

মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের ক্ষণগণনা শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ক্ষণগণনা (কাউন্টডাউন) ঘড়ির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান, জন প্রতিনিধি, দলীয় নেতাকর্মী, সুধীজন উপস্থিত ছিলেন। এর পুর্বে ক্ষণগণনা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নবাবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বণার্ঢ র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest