স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী শিক্ষানবিশ আইনজীবী পরিষদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী শিক্ষানবিশ আইনজীবী পরিষদের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক::

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী শিক্ষানবিশ আইনজীবী পরিষদ। শুক্রবার ১০টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় সংগঠনটি। মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন থেকে দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী শিক্ষানবিশ আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সমন্বয়ক সংসদের প্রধান সমন্বয়ক জেসমিন আক্তার কেয়া, প্রধান নির্বাহী সমন্বয়ক সুদাম গোস্বামী, নির্বাহী সমন্বয়ক মিফতাহুর রহমান তায়েফ, আহসান হাবিব, মোঃ আলা উদ্দিন চৌধুরী ও মোঃ শহিদুল ইসলাম সবুজ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ মতিউর রহমান, রিণ্টু লাল চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest