বেপজার উদ্যোগে প্রায় দুই বছর পরে বেতন ও অন্যান্য পাওনাদি বুঝে পেলেন শ্রমিকরা ।

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

বেপজার উদ্যোগে প্রায় দুই বছর পরে বেতন ও অন্যান্য পাওনাদি বুঝে পেলেন শ্রমিকরা ।

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর উদ্যোগে দীর্ঘ প্রায় দুই বছর পরে ঢাকা ইপিজেডে অবস্থিত একটি বন্ধ কারখানার ৩০ কোটি টাকা বকেয়া পাওনা বুঝে পেতে যাচ্ছেন শ্রমিকেরা।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে ১২ টার দিকে সাভারে ঢাকা ইপিজেডের অডিটোরিয়ামে শাইন ফ্যাশন লিমিটেড নামক বন্ধ হয়ে যাওয়া কারখানার ২ হাজার ৮৩ জন শ্রমিকদের এই পাওয়ানাদি পরিশোধের কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় সেই কারখানার ১০ শ্রমিকের হাতে পে-অর্ডার তুলে দেয়া হয়।

বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবহান উপস্থিত থেকে তাদের হাতে এই পে-অর্ডার তুলে দেন। রোববার ১ হাজার ৯৩৬ জন শ্রমিকের পাওনা ২৯ কোটি টাকা তাদের ব্যাংক একাউন্টে জমা দিয়েছে বেপজা। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শরিফুল ইসলাম প্রমুখসহ ঢাকা ইপিজেড কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপস্থিত শ্রমিকবৃন্দ বেপজার এই উদ্যোগকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest