খানসামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

খানসামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। ১০ জানুয়ারী বিকেল ৫টায় খানসামা উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এবং সুইচ অন করে ক্ষণগণনা শুরু হয়। এর আগে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার জাতীয় অনুষ্ঠান পর্দায় দেখানো হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, অফিসার ইনচার্জ আঃ মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহম্মেদ শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা পারভীনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীসমাজ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest