আপনার ছেলে যদি ডিসি হয়, আপনার মেয়ে যদি এসপি হয় আপনার বুক গর্বে ফুলে যাবে

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

হারুন অর রশিদ,নীলফামারীঃ
নীলফামারীর জলঢাকায় সোমবার দুপুরে বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল চালুর লক্ষে টিফিন বক্স বিতরণ করনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুল করিম,পরিচালক স্থানীয় সরকার রংপুর বিভাগ রংপুর। এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন,
আপনার ছেলে যদি ডিসি হয়, আপনার মেয়ে যদি এসপি হয় আপনার বুক গর্বে ফুলে যাবে।এখানে একদিন আমি থাকবো না আমার যায়গায় আপনাদের সন্তান আসবে। এ উপলক্ষে বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত টিফিন বক্স বিতরণ ও অভিভাবক সমাবেশের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূর মোহাম্মদ প্রমুখ। পরে তিনি উপজেলার বালাগ্রামে অবস্থিত এ সময়ের আলোচিত বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ ও বৃক্ষরোপন করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest